কুয়ালালামপুর বিমানবন্দরে আটক ৫১ বাংলাদেশি

যুগান্তর কুয়ালালামপুর প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ১৬:৫৬

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫১ বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। সংস্থাটি বলছে, আটক বাংলাদেশিরা অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করে। প্রয়োজনীয়তা পূরণে ব্যর্থ হওয়ায় তাদের প্রবেশ প্রত্যাখ্যান করা হয়েছে।


দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়।


শুক্রবার এক বিবৃতিতে একেপিএস জানিয়েছে, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল-১ এর আগমন হলে ৬৭ বিদেশিকে তল্লাশি চালানো হয়। এর মধ্যে ৫১ জন বিভিন্ন অপরাধে জড়িত তা শনাক্ত করা হয়। পরে তদন্তের জন্য তাদের অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয়।


পরিদর্শনে দেখা গেছে, তারা বিভিন্ন অপরাধ করেছে। যার মধ্যে রয়েছে ভুয়া হোটেল বুকিং নথি ব্যবহার ও অভিবাসন চেক এড়ানোর চেষ্টা করা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও