ঈদযাত্রা: ট্রেন-বাসের টিকেট ফেইসবুকে!

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ১৬:৩১

ঈদ ঘিরে বাস-ট্রেনের আগাম টিকেট পাওয়া কঠিন ঠেকছে অনেকের কাছে; আর এই সুযোগে টিকেট লেনদেনের নামে ফেইসবুকের বিভিন্ন গ্রুপে চলছে প্রতারণাও।


এসব গ্রুপে উত্তরবঙ্গের বিভিন্ন গন্তব্যের ট্রেনের টিকেটের বিজ্ঞাপন বেশি। অন্যান্য গন্তব্যের ট্রেনের টিকেটও আছে, তবে সংখ্যায় কম। আছে বাসের টিকেট বিক্রির ঘোষণাও। গ্রুপে অনেকে টিকেট কেনার প্রত্যাশার কথা জানিয়েও পোস্ট দিচ্ছেন।


ফেইসবুকে দেখা গেছে, ‘অনলাইন ট্রেন টিকেট (টিকেট বাজার)’, ‘টেনের টিকেট ক্রয়/বিক্রিয়’, ‘অনলাইন টিকেট বাজার’, ‘অনলাইন ট্রেন টিকেট’, ‘অনলাইনে ট্রেন টিকেটের তথ্য’ নামে বিভিন্ন গ্রুপে ট্রেনের বিক্রির কথা বলা হচ্ছে।


এসব গ্রুপে অনেকেই টিকেট কিনতে চেয়ে পোস্ট দিচ্ছেন। সেখানে একটা বড় অংশ আছেন- যারা টিকেট কিনেছেন, কিন্তু যেতে পারছেন না। টিকেট বিক্রি করে দেওয়ার জন্য ফেইসবুকে পোস্ট দিয়েছেন। এ ধরনের ব্যক্তি টিকেটের ছবিসহ পোস্ট দিচ্ছেন।


আরেক শ্রেণির পোস্টদাতা আছেন- যারা যেকোনো গন্তব্যে যেকোনো ট্রেনের যেকোনো টিকেট পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছেন। এই শ্রেণির পোস্টদাতারাই প্রতারণায় জড়িত বলে অভিযোগ উঠছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও