
চার মিলারে জিম্মি মিনিকেটের বাজার
যুগান্তর
প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ১০:১৭
বাজারে চালের সরবরাহ পর্যাপ্ত। সরকারের গুদামেও মজুতের কমতি নেই। পাশাপাশি রোজায় শাক-সবজি, মাছ-মাংসসহ একাধিক পণ্যের দামে স্বস্তিতে ভোক্তা। এমন পরিস্থিতিতে বাজার অস্থিতিশীল করছে চার মিল কোম্পানি।
রোজায় অতি মুনাফা করতে মিল পর্যায়ে প্রতি বস্তা (৫০ কেজি) মিনিকেট চালের দাম ৫০০ টাকা বাড়িয়েছে। এতে খুচরা বাজারেও মূল্য বাড়ছে হু হু করে। পরিস্থিতি এমন- কেজিপ্রতি মিনিকেট চাল কিনতে ক্রেতার সর্বোচ্চ ৯০ টাকা ব্যয় করতে হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ ভোক্তা।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- চালের দাম
- চালের মিল