
নিরাপদ ঈদযাত্রায় হুমকি ডাকাতি ও ছিনতাই
ঈদুল ফিতর আসন্ন। ইতোমধ্যে বাস, ট্রেন ও নৌপথে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। তবে প্রতি বছরই নিরাপদ ঈদযাত্রা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। সবচেয়ে বড় সমস্যা হয় যানজট, তবে এবার ঈদযাত্রায় সবচেয়ে বড় শঙ্কা মহাসড়কে গণছিনতাই ও ডাকাতির ঘটনা।
সম্প্রতি গত কয়েক মাসে মহাসড়কে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাসে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। ভুয়া র্যাব ও ডিবি পরিচয়ে চালকদের কাছ থেকে পণ্য লুট করার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এছাড়া যাত্রী সেজে বাসে ওঠে ডাকাতি করার ঘটনা ঘটছে।
এবারের ঈদযাত্রা নিরাপদ করতে হাইওয়ে পুলিশে নতুন করে ৭০০ জনবল নিয়োগ করা হয়েছে। এছাড়া ১৪৪৩ জন ডাকাতের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তার ভিত্তিতে অভিযান চলছে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কে বর্তমানে ৩০০ টহল টিম কাজ করছে এবং ঈদ যাত্রা শুরু হলে টহল টিমের সংখ্যা আরও বাড়ানো হবে।
তবে মহাসড়কে চলাচলের বড় বাধা হিসেবে দেখছেন সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা এবং লক্করঝক্কর বাস। এছাড়া মহাসড়কের ওপরে ১৩৯টি হাট-বাজার অপসারণ করা না হলে যান চলাচলে সমস্যা হতে পারে।