
‘জংলির' প্রচারে বুবলীর চমক
প্রেম ও প্রতিশোধের গল্পে ‘জংলি’ নামের যে সিনেমা আসছে এবারের ঈদে, সেটির প্রচার কাজে নেমেছেন এর নির্মাতা, অভিনয় শিল্পীরা। তাতে শামিল হয়ে চমক দেখিয়েছেন ‘জংলির’ নায়িকা শবনম বুবলী।
ফেইসবুকে লুঙ্গি পরে বেশ কয়েকটি ছবি পোস্ট করে বুবলী লিখেছেন, "হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়?"
এম রহিমের পরিচালনায় এই সিনেমায় বুবলী জুটি বেঁধেছেন সিয়াম আহমেদের সঙ্গে।
‘জংলির’ পোস্টার, গান, টিজার এসেছে আগেই।
এক ভিডিও বার্তায় বুবলী বলেন, "জংলি এবং লুঙ্গির মধ্যে সম্পর্ক কী তা দেখতে হলে যেতে হবে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা জংলি দেখতে, আপনার পাশের প্রেক্ষাগৃহে, এটা কেউ মিস করবেন না।"
‘জংলি’ সিনেমার টিজারে বুবলীকে দেখা গেছে এক ঝলক। তবে তার চরিত্রটি কেমন হবে সেটি এখনো খোলাসা করেননি পরিচালক রহিম।
সত্য ঘটনা অবলম্বনে ‘জংলির’ গল্প লিখেছেন আজাদ খান। চিত্রনাট্য করেছেন মেহেদী হাসান মুন ও সুকৃতি সাহা।
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমার প্রচারণা
- শবনম বুবলী