
দালালকে ৪৬ লাখ টাকা দিয়েও বাঁচানো গেল না সজিবকে
লিবিয়ার বন্দিশালায় নির্যাতনের শিকার হয়ে মাদারীপুর শিবচরের সজিব সরদার (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) ভোরে তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
নিহত সজিব সরদার উপজেলার নিলখী ইউনিয়নের বাগমারা গ্রামের চান মিয়া সরদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইতালি যাওয়ার জন্য চার মাস আগে বাড়ি ছাড়েন সজিব ও তার চাচাতো ভাই রাকিব। স্থানীয় দালালের মাধ্যমে প্রথমে লিবিয়া পৌঁছান দুজন। পরে সেখানে মাফিয়াদের হাতে বন্দি হন তারা। এরপর থেকেই তাদের ওপর শুরু হয় নির্যাতন। নির্যাতনের ভিডিও তাদের পরিবারের লোকজনের কাছে পাঠিয়ে দফায় দফায় টাকা নেওয়া হয়।
মাফিয়াদের নির্যাতনে একপর্যায়ে সজিব গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাকে আরেক দালালের তত্ত্বাবধানে ছেড়ে দেওয়া হয়। বুধবার (১৯ মার্চ) রাতে তার মৃত্যু হয়। ওই রাতেও সজিবের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।