
৪ কিশোরীসহ ধর্ষণের শিকার পাঁচজন একদিনে ঢাকা মেডিকেলে ভর্তি
রাজধানীর খিলগাঁও, হাতিরঝিল ও মুগদা থানা এলাকা থেকে ৪ কিশোরীসহ পাঁচ নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তির জন্য নিয়েছে পুলিশ। তারা ধর্ষণের শিকার হয়েছে বলে রাজধানীর বিভিন্ন থানায় মামলা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়ক ডা. সাবিনা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকার পৃথক থানা থেকে পাঁচজন ভুক্তভোগীকে ওসিসিতে ভর্তি করার জন্য নিয়ে আসে পুলিশ। তাদের চিকিৎসা শুরু করা হয়েছে। তবে এই পাঁচজনের ফরেনসিক পরীক্ষা আগামী শনিবার করা হবে।’
সংশ্লিষ্ট থানা-পুলিশ বলছে, চার কিশোরীসহ ৫ নারীকে ধর্ষণের অভিযোগে ঢাকার কয়েকটি থানায় পৃথক মামলা হয়েছে। এর মধ্যে মুগদা থানায় তিন কিশোরীকে ধর্ষণের অভিযোগে পৃথক তিনটি মামলা হয়।
এ বিষয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস মাহমুদ বলেন, বেশ কিছুদিন আগে ১৫ বছরের এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে গতকাল (বুধবার) পরিবারের তরফ থেকে একটি মামলা করা হয়। এই মামলার পরিপ্রেক্ষিতে ওই দিনই কিশোরীকে খিলগাঁও ত্রিমোহিনী এলাকার একটি বাসা থেকে উদ্ধার করে থানা-পুলিশ। সেই সঙ্গে মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- হাসপাতালে ভর্তি
- ধর্ষণের শিকার