শ্বাসনালি পোড়া রোগীদের আশা জাগাচ্ছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অত্যাধুনিক ‘হাইপারবারিক অক্সিজেন থেরাপি’ (এইচবিওটি)। থেরাপিটি ক্যানসার, ডায়াবেটিস ও স্ট্রোকের রোগীদের চিকিৎসায়ও কাজে লাগছে। হাইপারবারিক থেরাপি চিকিৎসায় তেমন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
ফলে সরকারি-বেসরকারি বিশেষায়িত হাসপাতালে সেবাটি দ্রুত চালু করা গেলে অসহায় রোগীদের জীবন বাঁচাতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
তারা বলছেন, সাধারণত একজন মানুষ বাতাস থেকে শতকরা ২১ ভাগ অক্সিজেন গ্রহণ করে থাকে। কোনো কারণে শ্বাসনালি পুড়ে গেলে ওই পরিমাণ অক্সিজেন শরীরে পৌঁছাতে পারে না। তখন পুড়ে যাওয়া শ্বাসনালি ফুলে সংকুচিত হয়ে আসে। রোগীর মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। এক্ষেত্রে হাইপারবারিক অক্সিজেন থেরাপির মাধ্যমে শ্বাসনালি পোড়া রোগীর শরীরে সঠিক উপায়ে অক্সিজেন সরবরাহ করা সম্ভব, যা শ্বাসনালিকে সংকুচিত হওয়া থেকে রক্ষা করে।