
রোমাঞ্চ নিয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনার অপেক্ষায় ব্রাজিল কোচ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২০ মার্চ ২০২৫, ১১:৪৮
দরিভাল জুনিয়রের কোচিংয়ে এখনও পায়ের নিচে মাটি খুঁজছে ব্রাজিল। পালাবাদলের মধ্য দিয়ে যাওয়া দলটির সামনে এবার গত কোপা আমেরিকার দুই ফাইনালিস্ট কলম্বিয়া ও আর্জেন্টিনা। প্রতিপক্ষের শক্তি-সামর্থ্য নিয়ে সমীহ করলেও কোচ দরিভাল জুনিয়রের দৃঢ় বিশ্বাস, বাছাইপর্বের এই দুই ম্যাচে উন্নতির ধারা বজায় রাখবে তার দল।
বাংলাদেশ সময় আগামী শুক্রবার সকালে কলম্বিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর পাঁচদিন পর তারা খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে ব্রাজিল কোচ দরিভাল বললেন, আসন্ন চ্যালেঞ্জে দারুণ কিছু করতে উন্মুখ তার দল।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল ম্যাচ
- বিশ্ব চ্যাম্পিয়ন