You have reached your daily news limit

Please log in to continue


বাগানে বাগানে পাতা তোলা শুরু, চা শ্রমিকের মুখে হাসি

“চা উৎপাদন প্রকৃতিনির্ভর। সারা বছর যেন হাত ভরে পাতা তুলতে পারি, তাই বাগানের ম্যানেজম্যান্ট ও শ্রমিক মিলে ভগবানের নামে পূজা দিয়ে পাতা তোলা শুরু করেছি,” বলছিলেন ন্যাশনাল টি কোম্পানির মৌলভীবাজারের কমলগঞ্জ পদ্মছড়া চা বাগানের শ্রমিক বিজয়া গোয়ালা।

তার মত মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানের শ্রমিকদের মুখে এখন খুশির হাসি। তিন মাস গাছে প্রুনিং (ছাঁটাই) শেষে বৃষ্টির ছোঁয়ায় নতুন কুঁড়ি এসেছে; ফিরছে সবুজের সমারোহ।

সাধারণত ডিসেম্বরে মৌসুমের শেষে গাছ ছাঁটাই বা কলমের পর নিয়ম অনুযায়ী দুই-তিন মাস বাগানে পাতা উৎপাদন বন্ধ থাকে। এ সময় চা কারখানাগুলোতেও কাজ থাকে না। সেচ ও বৃষ্টির পর নতুন কুঁড়ি গজালে আনুষ্ঠানিকভাবে চা পাতা তোলার কাজ শুরু হয়। এ বছরও ব্যতিক্রম হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন