দীর্ঘদিন ধরে অ্যাসপিরিনকে কার্যকর ব্যথানাশক হিসেবে বিবেচনা করা হয়ে আসছে। তবে এটি ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়েও সহায়ক হতে পারে বলে নতুন এক গবেষণায় দেখা গেছে।
আগের গবেষণাগুলোতে অ্যাসপিরিন ব্যবহারের ফলে ক্যানসার রোগীদের বেঁচে থাকার হার বৃদ্ধির ইঙ্গিত পাওয়া গিয়েছিল, তবে এর সঠিক কারণ অস্পষ্ট ছিল। সম্প্রতি ন্যাচার জার্নালে প্রকাশিত একটি গবেষণা এটির পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরা হয়েছে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অ্যাসপিরিন কোনো ক্যানসারের নিরাময় নয়—এটি অভ্যন্তরীণ রক্তক্ষরণের মতো ঝুঁকি বাড়াতে পারে।
তাহলে কিভাবে অ্যাসপিরিন ক্যানসারের বিস্তার রোধ করতে পারে এবং এর ফলে ভবিষ্যতের চিকিৎসায় কী পরিবর্তন আসতে পারে? গবেষণার আলোকে বিষয়টি বিস্তারিত তুলে ধরা হলো-
গবেষণায় অ্যাসপিরিন ও ক্যানসারের মধ্যে যে সম্পর্ক পাওয়া গেছে
সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, বহুল ব্যবহৃত ব্যথানাশক অ্যাসপিরিন ক্যানসারের বিস্তার রোধ করতে সাহায্য করতে পারে। তবে এটি সব ধরনের ক্যানসারের জন্য সমান কার্যকর হবে কিনা, তা এখনো নিশ্চিত নয়।