শিশুর ডাউন সিনড্রোম শনাক্তের উপায়, যত্ন ও চিকিৎসা

প্রথম আলো প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ১৩:৫৮

ডাউন সিনড্রোম বা ‘ট্রাইসোমি ২১’ একটি বংশানুগতিক সমস্যা। শরীরে ক্রোমোজোমের বিশেষ ত্রুটির জন্য এটি হয়। এতে আক্রান্ত ব্যক্তির প্রতিটি দেহকোষে ২১তম ক্রোমোজোমে একটি অতিরিক্ত ক্রোমোজোমের উপস্থিতি লক্ষ করা যায়।


মাঝারি বা গুরুতর বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের তিন ভাগের এক ভাগ ও জন্মগত ব্যাধির প্রায় ৮ শতাংশের কারণ ডাউন সিনড্রোম। ব্রিটিশ চিকিৎসক জন ল্যাংডন ডাউন ১৮৬৬ সালে এই রোগ প্রথম শনাক্ত করেন। এ কারণেই রোগটির এমন নাম।


গবেষণা বলছে, বাংলাদেশে প্রতিবছর প্রায় পাঁচ হাজার; অর্থাৎ প্রতিদিন ডাউন সিনড্রোমে আক্রান্ত প্রায় ১৫টি শিশু জন্ম নেয়। তবে প্রায় ৫০ শতাংশ ক্ষেত্রে গর্ভপাত ঘটে।


চেনার উপায়



  • মাথার আকৃতি ছোট ও পেছনের অংশ চ্যাপটা। মুখমণ্ডল ও নাক চাপা।

  • চোখের ভুরু ধনুকের মতো ওপরে টানা ও চোখের ভেতরে দাগ।

  • কান ও মুখগহ্বর ছোট। জিবের আকৃতি বড় ও কান স্বাভাবিকের চেয়ে একটু নিচুতে।

  • হাত–পা ছোট। পুরো হাতের তালুতে একটিমাত্র স্পষ্ট রেখা থাকে।

  • পায়ের প্রথম ও দ্বিতীয় আঙুলের মাঝখানে বেশি ফাঁক থাকে।

  • মাংসপেশি নরম ও তুলতুলে হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও