প্রথমবার গান গাইলেন সিয়াম, দ্বৈত এই গানে সহশিল্পী হিমি

প্রথম আলো প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ২১:৩৩

নাটকের অভিনয়শিল্পী জান্নাতুল হিমি ছোটবেলা থেকে ছায়ানটে নজরুলসংগীতে তালিম নিয়েছেন। বরেণ্য শিল্পী ফেরদৌস আরার কাছেও গানের তালিম নেন। তবে হাতেখড়ি হয় সাধনা মিত্রের কাছে। অন্যদিকে চিত্রনায়ক সিয়াম আহমেদ কখনোই গান শেখেননি। হিমি এর আগে নাটকের জন্য গান গেয়েছেন। সিয়ামকে কখনো কোনো গানে পাওয়া যায়নি। নাটক ও চলচ্চিত্রের এই দুই তারকাকে এবার এক গানে পাওয়া যাবে। দ্বৈত কণ্ঠের এই গানটি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে প্রচারিত হবে। এরই মধ্যে গানটির রেকর্ডিং এবং দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।


গানটি নিয়ে সিয়াম বললেন, ‘আমি জীবনে কোনো দিন গান গাইতাম না। হানিফ সংকেত ও কবির বকুল ভাই যদি আমাকে তাগাদা না দিতেন। আমি গানের মানুষ না। আমি ভালো গান গাই না। কিন্তু তারপরও তাঁরা দুজন বলেছেন, এটা তোমার দর্শকদের জন্য ঈদ উপহার, তাই গানটা গেয়েছি।’


গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। তাঁর সঙ্গে সিয়ামের সম্পর্কটা বন্ধুত্বের। গানটি নিয়ে সিয়াম বললেন, ‘এত মেলোডিয়াস একটা সুর করেছে, আমার মনে হয় না অন্য কেউ হলে এর চেয়ে ভালো কিছু করত। গানটা ফিল্মি। সুন্দর। গানের মেলোডি তো মানুষের মাথায় থেকে যায়। এত সহজ কথা, খুব সহজে মনের সব অনুভূতি বলে দিচ্ছে—গানটা শুনলে এটা বোঝা যায়। আমি মোটেও পেশাদার গায়ক নই, গানটা শোনার সময় সবাইকে এ বিষয়টা মাথায় রাখলে হবে। পরিবারেরই কেউ গানটি গাইছে—এটা ভেবে নিলে চলবে। এটা ভেবে নিলেই আমি হয়তো পার পেয়ে যাব।’


গানে বাবার প্রভাব নিয়ে সিয়াম বললেন, ‘আমি জীবনে কোনো দিন গানের তালিম নিইনি। সারা জীবন আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। গুনগুন করে আমি তাদের গানই গেয়েছি, বাবা যেসব গান শুনতেন আর আমাকে শোনাতেন। আমার বাবা চমৎকার একজন শিল্পী। বাবাকে যদি সংসার সামলানোর চাপটা তাঁর ছোট বয়সে না নিতে হতো, আমি নিশ্চিত, আমার বাবা একজন সংগীতশিল্পী হতেও পারতেন।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও