You have reached your daily news limit

Please log in to continue


মজিদ-রাফসানের সেঞ্চুরি, ইমরুলের দুর্দান্ত ইনিংস, সোহাগ গাজীর ৪ উইকেট

জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ৩ রান। সেঞ্চুরি থেকে তখন ৪ রান দূরে আব্দুল মজিদ। অফ স্টাম্পের বাইরের ডেলিভারি স্কুপ করে দিলেন ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ ব্যাটসম্যান। ফাইন লেগ দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। তিন অঙ্ক ছুঁয়ে ফেললেন মজিদ, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব পেল শ্বাসরুদ্ধকর জয়।

ঢাকা প্রিমিয়ার লিগে বুধবার আরেক ম্যাচে শতরানের দেখা পান রায়ান রাফসান রহমান। তবে দলকে জেতাতে পারেননি শাইনপুকুর ক্রিকেট ক্লাব অধিনায়ক। দুর্দান্ত পথচলায় আরেকটি ম্যাচ জিতে নেয় ইমরুল কায়েসের অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। দারুণ ইনিংস খেলে সামনে থেকেই নেতৃত্ব দেন অধিনায়ক।

দিনের অন্য ম্যাচে নবম উইকেটে অসাধারণ এক জুটিতে দারুণ জয় পায় গুলশান ক্রিকেট ক্লাব।

রূপগঞ্জের মজিদময় জয়

বিকেএসপির ৩ নম্বর মাঠে মাঝারি পুঁজি নিয়ে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে লড়াই জমিয়ে তোলে পারটেক্স স্পোর্টিং ক্লাব। ২২৪ রানের লক্ষ্যে শেষ বলে নিষ্পত্তি হওয়া ম্যাচে শেষ পর্যন্ত ৪ উইকেটে জেতে রূপগঞ্জ টাইগার্স।

ষষ্ঠ ম্যাচে প্রথম জয় পেল রূপগঞ্জ টাইগার্স। সমান ম্যাচে পারটেক্সের জয়ও একটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন