
রিজওয়ানকে ব্যঙ্গ করে দুয়ো শুনছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী তারকা
প্রথম আলো
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ১৫:৪৮
সামাজিক যোগাযোগমাধ্যমের এই দিনে কত কিছু করেই না ভাইরাল হয় মানুষ। এবার ভাইরাল হলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক স্পিনার ব্র্যাড হগ। তবে ভাইরাল হওয়াটা উপভোগ করতে পারছেন না খেলা ছাড়ার পর বিশেষজ্ঞের ভূমিকায় কাজ করা হগ। পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে ব্যঙ্গ করে ভিডিও বানিয়ে ব্যাপক সমালোচনার শিকার হচ্ছেন ৫৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান। রিজওয়ানের বলা দুর্বল ইংলিশ নিয়েই ভিডিওটি বানিয়েছিলেন হগ।
ভিডিওতে দেখা যায়, রিজওয়ানের মতো দেখতে এক লোকের সাক্ষাৎকার নিচ্ছেন হগ। রিজওয়ানের বাচনভঙ্গি অনুকরণ করে হগের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দেখা যায় সেই লোককে। হগ প্রশ্ন করেন, বিরাট কোহলিকে নিয়ে কী ভাবেন? উত্তরে নকল রিজওয়ান বলেন, তিনি নিজেকে কোহলির সমপর্যায়েরই মনে করেন। কারণ হিসেবে বলেন, যেহেতু দুজনেই পানি ও খাদ্য গ্রহণ করেন।