কান চুলকানি কোন রোগের লক্ষণ?

যুগান্তর প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ১৩:১৬

আপনার কি খুব কান চুলকায়? হাতের কাছে যা পান তাই দিয়েই মাঝে মাঝে একটু কানটা চুলকে নিলে আরাম পান? কখনও ভেবে দেখেছেন কানের ভিতরে কেন চুলকানি হয়? কোনও রোগের লক্ষণ কি এটি, নাকি সংক্রমণ হয়েছে? 


আসলে, কান চুলকাতে থাকলে প্রথমে আঙুল দিয়ে আমরা প্রত্যেকেই খানিক আরাম পাওয়ার চেষ্টা করি। কিন্তু না হলেই আমরা চোখা কোনও কিছু দিয়ে, যেমন দেশলাই কাঠি, ক্লিপ, সেফটিপিন, পেনের ঢাকনা জাতীয় বস্তু কানের ভিতর ঢুকিয়ে চুলকাই। এতে কিন্তু ক্ষতিই হয়।


ভারতের মাদ্রাজ মেডিকেল কলেজের এমডি পুনম সচদেব জানিয়েছেন, কান চুলকানোর প্রথম কারণ হল আমাদের কানের ভিতরে জমতে থাকা ময়লা। একে আমরা ইয়ার ওয়্যাক্স বলি ইংরেজিতে। এটি আসলে শরীরের নিজস্ব পরিষ্কার করার পদ্ধতি, যেখানে মরা কোষগুলি একসঙ্গে ময়লার মতো জমতে থাকে। এর থেকে চুলকানি হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও