
ট্রান্সজেন্ডার নিয়ে ট্রাম্পের নির্বাহী আদেশে স্থগিতাদেশ আদালতের
যুগান্তর
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ১৩:০৩
মার্কিন সেনাবাহিনীতে আর জায়গা নেই রূপান্তরকামীদের! গত জানুয়ারি মাসে এমনটাই জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই নির্দেশেই স্থগিতাদেশ দিয়েছে দেশটির আদালত।
মঙ্গলবার ফেডারেল বিচারক অ্যানা রেয়েস ট্রাম্পের সেই নির্বাহী আদেশের উপর স্থগিতাদেশ জারি করেছেন।খবর সিএনএনের।
এদিন ওয়াশিংটনের এক নিম্ন আদালতের বিচারক অ্যানা একটি রায়ে জানিয়েছেন, সামরিক চাকরি থেকে রূপান্তরকামী সেনাদের বহিষ্কার করার আদেশটি তাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে। শুক্রবার সকাল পর্যন্ত প্রশাসনকে এ বিষয়ে আবেদনের সময় দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন মনোনীত এই বিচারক।