আইপিএল কাঁপাতে হায়দরাবাদে ‘বাহুবলী’
প্রথম আলো
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ১২:৪২
কে এসেছেন? ভারতীয় অলরাউন্ডার নীতীশ রেড্ডির প্রশ্ন। স্পিনার রাহুল চাহার আঙুলের ইশারায় জানালেন, ও আসছে। এরপর এই আলাপচারিতায় যোগ দিলেন বাঁহাতি ব্যাটসম্যান ঈশান কিষানও।
কে আসছেন, সেটি তিনি আরও খোলাসা করেছেন। নাম বলেননি, বলেছেন—সে আগুন নিয়ে খেলতে আসছে। সর্বশেষ এই আলাপে যোগ দিলেন অধিনায়ক প্যাট কামিন্স। সে চলে এসেছে বলে হায়দরাবাদের সমর্থকদের চোখ রাখতে বললেন অধিনায়ক। প্রশ্ন হচ্ছে, আসছেন কে?
- ট্যাগ:
- খেলা
- ঈশান কিষান
- অলরাউন্ডার