তুলসী গ্যাবার্ডের বক্তব্য ইসলামফোবিয়ার প্রকাশ

যুগান্তর আমিরুল মোমেনীন মানিক প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ১১:৫২

মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড ভারত সফরকালে সোমবার এনডিটিভি ওয়ার্ল্ডকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি স্পর্শকাতর অনেক বিষয়ে কথা বলেছেন। যেমন তিনি বলেছেন, বিশ্বজুড়ে ইসলামপন্থি সন্ত্রাসকে পরাজিত করার দিকে দৃষ্টি রয়েছে ট্রাম্প প্রশাসনের এবং তাদের পরাজিত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।


বিশ্বজুড়ে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়ন, হত্যাকাণ্ডসহ বিভিন্ন ইস্যুতে করা এক প্রশ্নের জবাবে এই গোয়েন্দাপ্রধান বলেছেন, দীর্ঘদিন ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে নিষ্পেষণ, হত্যাকাণ্ড ও নির্যাতন দুর্ভাগ্যজনক। এ নিয়ে যুক্তরাষ্ট্র সরকার, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন উদ্বিগ্ন। লক্ষণীয়, এখানে তিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর কথা বললেন; কিন্তু মুসলমান সম্প্রদায়ের কথা বললেন না। অথচ জো বাইডেনের প্রশাসনের সময়কালে অনেকবার ভারতকে সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতে যে মুসলিম নিপীড়ন হচ্ছে, সে বিষয়ে সুস্পষ্টভাবে নিন্দা ও উদ্বেগ জানিয়েছে জো বাইডেন প্রশাসন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এসে ভারতে মুসলিম নিপীড়নের বিষয়টি তুলে ধরেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও