ঘরের কাজ সহজ করবে যে ৮ রোবট

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ১৩:০৬

বাড়ির কাজের চাপ কমানোর জন্য রোবটের সাহায্য নেওয়ার ধারণা প্রথম এসেছে রোবট ভ্যাকুয়ামের মাধ্যমে। এখন বাজারে এমন অনেক ধরনের রোবট পাওয়া যায়, যা আপনার দৈনন্দিন কাজগুলো সহজ করে দেবে। এমন আটটি রোবট নিয়ে আজকের আয়োজন।


হুসকভার্না অটোমোয়ার ১১৫এইচ


বাড়িতে বাগান থাকলে নিয়মিত ঘাস কাটা নিয়ে অনেকে মুশকিলে পড়েন। তাঁদের মুশকিল আসান করে দেবে হুসকভার্না অটোমোয়ার। এটি শূন্য দশমিক ৪ একর জায়গা এবং ৩ দশমিক ৬ ইঞ্চি পর্যন্ত উঁচু ঘাস কেটে ফেলতে পারে। অ্যাপের মাধ্যমে এটি পরিচালনা করা যায়। একবার সেটআপ করলে নিজে কাজ করে এবং চার্জ শেষ হলে রিচার্জের জন্য স্বয়ংক্রিয়ভাবে চার্জিং স্টেশনে চলে যায়।


গ্লাডওয়েল গেকো রোবট উইন্ডো ক্লিনার


গ্লাডওয়েল গেকো রোবট জানালা পরিষ্কার করতে সাহায্য করে। অ্যাপের মাধ্যমে এই রোবট নিয়ন্ত্রণ করা যায়। ফলে এটি দিয়ে জানালা পরিষ্কার করার কাজ বেশ সহজ এবং ঝামেলামুক্ত।


সনি আইবো কম্পেনিয়ন রোবট


অনেকে বাসায় পোষা প্রাণী রাখতে চান। কিন্তু সময় বা যত্নের অভাবে তা সম্ভব হয় না। তাঁদের জন্য আইবো রোবট পপ এক দুর্দান্ত বিকল্প। এটি দেখতে এবং আচরণে জীবন্ত পোষা প্রাণীর মতো। আর নিয়ম করে খাবার দেওয়ারও ঝামেলা নেই। শুধু তা-ই নয়, এই রোবট অনেকটা জীবন্ত কুকুর বা বিড়ালের মতো আচরণ করে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও