
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পাকিস্তানকে অনায়াসেই হারাল নিউজিল্যান্ড
ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে খেলা শুরুর কিছুক্ষণ পর বৃষ্টি নামে। বেশ কিছুক্ষণ পর বৃষ্টি থামে এবং খেলা পূনরায় শুরু করার সময় দুই দল থেকেই কেটে ফেলা হয় ৫ ওভার করে। অর্থ্যাৎ, ২০ ওভারের ম্যাচ হবে ১৫ ওভারের।
বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে পাকিস্তানকে অনায়াসেই হারিয়েছে নিউজিল্যান্ড। কিউইদের জয় ৫ উইকেটে। হাতে বাকি ছিল তখনও ১১টি বল।
তবে প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচে উন্নতি ঘটেছে পাকিস্তানের। ক্রাইস্টচার্চে ৯১ রানে অলআউট হয়েছিলো সালমান আলি আগার দল। হেরেছিলো ৯ উইকেটে। এবার ডানেডিনে পাকিস্তান কিন্তু অলআউট হয়নি। ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান করেছিলো।
জবাব দিতে নেমে নিউজিল্যান্ড হারিয়েছে ৫ উইকেট। ১৩.১ ওভারে ৫ উইকেটের ব্যবধানে জয়ের লক্ষ্যে পৌঁছায় নিউজিল্যান্ড।
টস জিতেছিলো নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল ব্রেসওয়েল। তবে ব্যাট করার আমন্ত্রণ জানায় পাকিস্তানকে। ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে পাকিস্তান। ওপেনার হাসান নওয়াজ আগের ম্যাচের মত কোনো রান না করেই আউট হন। অভিষেকে টানা দুই ম্যাচেই ডাক মারলেন তিনি।