
পান্তের সামনে সুইং সামলানোর চ্যালেঞ্জ দেখছেন সৌরভ
ইংল্যান্ডে নিজের সবশেষ টেস্টেই ১১১বলে ১৪৬ রানের অসাধারণ এক ইনিংস উপহার দিয়েছেন রিশাভ পান্ত। সেঞ্চুরি করেছেন তিনি ২০১৮ সালের সফরেও। তবে এতেই তাকে ইংল্যান্ডের কন্ডিশনে খুব পরীক্ষিত মানতে রাজি নন সৌরভ গাঙ্গুলি। সাবেক ভারতীয় অধিনায়কের মতে, সামনের ইংল্যান্ড সফরে সুইং বোলিং সামলানোর চ্যালেঞ্জ নিতে প্রয়োজনে নিজের সহজাত ধরনকে লাগাম দিতে হবে পান্তের।
সৌরভের ভাবনার কিছুটা প্রমাণ পরিসংখ্যানেও আছে। ইংল্যান্ডে এখনও পর্যন্ত ৯ টেস্ট খেলে দুটি করে সেঞ্চুরি ও ফিফটি করলেও পান্তের ব্যাটিং গড় মাত্র ৩২.৭০। সেখানে তার স্ট্রাইক রেটও ক্যারিয়ার স্ট্রাইক রেটের চেয়ে বেশ কম। ১৭ ইনিংসের সাতটিতে আউট হয়েছেন দু অঙ্ক ছোঁয়ার আগে।
সংস্করণ বা ম্যাচের পরিস্থিতি যেমনই হোক, পান্ত সাধারণত নিজের ঘরানাতেই ব্যাট করে থাকেন, যেখানে আগ্রাসনই শেষ কথা। তবে ইংল্যান্ডে গিয়ে এমন করলে বিপদ দেখছেন সৌরভ। আগামী জুনে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে ভারত। রেভস্পোর্টকে সৌরভ বললেন, পান্তের অপেক্ষায় টেম্পারামেন্টের পরীক্ষা।
- ট্যাগ:
- খেলা
- টেস্ট ক্রিকেট
- বোলিং
- সুইং
- ঋষভ পান্ত