শাহজালাল বিশ্ববিদ্যালয়ে একক ভর্তিযাত্রায় নানা অব্যবস্থাপনা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ১১:৫৭

নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একক ভর্তি পরীক্ষার যাত্রা। গুচ্ছ থেকে বের হয়ে অল্প সময়ের মধ্যে পরীক্ষার আয়োজন করাতে কিছু সমস্যা হওয়ার কথা কর্তৃপক্ষও স্বীকারও করেছে।


বিশ্ববিদ্যালয়ের মান বজায় রাখার জন্য গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি থেকে সরে এলেও সে উদ্দেশ্য কতটা সফল হচ্ছে- তা নিয়ে প্রশ্ন আছে শিক্ষক-শিক্ষার্থীদের।


বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রের মান ক্ষুণ্ন হওয়া, ইংরেজিতে প্রশ্ন অনুবাদে ভুল করা, প্রশ্নের মান অনুযায়ী অতিরিক্ত সময় দেওয়া, সার্কুলার প্রকাশের সময় থেকে পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যবহারের সুনির্দিষ্ট নির্দেশনা না থাকা, বিজ্ঞপ্তি দেওয়ার পর প্রথম দুই দিন ওয়েব সার্ভার ডাউন থাকা, পরীক্ষার্থীদের কাছ থেকে ‘অতিরিক্ত’ ফি নেওয়া, হটলাইন নম্বরে ভর্তিচ্ছুদের সাড়া না দেওয়া এবং আবেদনের পর তাদের অ্যাকাডেমিক তথ্য ওয়েবসাইটে ভুলভাবে প্রদর্শনসহ নানা অসামঞ্জস্যতার অভিযোগ ওঠেছে ভর্তি কমিটির বিরুদ্ধে।


২৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সব ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। রোজার ছুটি শেষে ভর্তির কাজ শুরু হবে।


‘বি’ ইউনিটের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষার প্রশ্নে রসায়ন বিষয়ে বাংলা ভার্সনে একটি প্রশ্নের অর্থ ইংরেজি অনুবাদে বিপরীত অর্থ বোঝাচ্ছে। অথচ বাংলা ভার্সনের এবং ইংরেজি ভার্সনের ওই একই প্রশ্নে একই অপশন দেখাচ্ছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও