
গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয় বন্ধ, পাওনার অপেক্ষায় ১৮ হাজার গ্রাহক
নগদ অর্থের সংকট, অপরিশোধিত দাবি ও পরিচালন বিপর্যয়ের কারণে সংকটে পড়েছে বেসরকারি বীমা কোম্পানি গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটির প্রায় ১৮ হাজার গ্রাহক এখন তাদের পাওনা পরিশোধের অপেক্ষায় আছেন।
গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকার মহাখালীর অ্যামবোন কমপ্লেক্সে বীমা কোম্পানিটির প্রধান কার্যালয় দেড় মাসেরও বেশি সময় বন্ধ থাকায় তাদের সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে।
বীমা কোম্পানিটি মোট ৩৪ কোটি ৯৫ লাখ টাকা দাবি নিষ্পত্তি করতে ব্যর্থ হওয়ায় কোম্পানির গ্রাহক ও কর্মীদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এক পর্যায়ে প্রতিষ্ঠানটি তাদের প্রধান কার্যালয় বন্ধ করে দেয়।
পরিস্থিতির ভয়াবহতার কথা স্বীকার করেছেন গোল্ডেন লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমজাদ হোসেন খান চৌধুরী।
তিনি বলেন, 'টানা ২০ দিনের বেশি সময় ধরে প্রধান কার্যালয় বন্ধ। বর্তমান সমস্যা সমাধানে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।'