You have reached your daily news limit

Please log in to continue


নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ দিল সরকার

আগামী জাতীয় নির্বাচনে পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে সরকার। নির্বাচনী মাঠে কোনো দলকে বিশেষ সুবিধা না দিয়ে নিয়মনীতি ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে আহ্বান জানানো হয়। আজ সোমবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ১২৭ জন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বিশেষ বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বেশ কয়েকজন উপদেষ্টা। বৈঠকে পুলিশ সদস্যরাও তাঁদের পক্ষ থেকে বেশ কিছু দাবিদাওয়া উপস্থাপন করেন।

বৈঠক শেষে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

বৈঠকে লিখিত বক্তব্য পাঠ করেন দুজন ডিআইজি ও একজন এসপি। সন্ধ্যায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ আজকের পত্রিকাকে বলেন, তাঁর বক্তব্যে তিনি পুলিশের নানা সমস্যার কথা তুলে ধরেছেন। সেখানে বাহিনীর বদলি, পদোন্নতি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়মমাফিক হওয়ার দাবি জানিয়েছেন। তা ছাড়া তিনি পুলিশ সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং আশা প্রকাশ করেন, সংস্কারের মাধ্যমে বাহিনীর কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন