আপনি কি পরিবারের মেজ সন্তান? অভিনন্দন!

প্রথম আলো প্রকাশিত: ১৭ মার্চ ২০২৫, ১২:৫১

অনেক পরিবারে বড় বা ছোট সন্তান যেভাবে মা–বাবার মনোযোগ পান, মেজরা সেভাবে পান না। অনেক সময় মা–বাবারা মেজ সন্তানকে সঠিকভাবে মূল্যায়ন করতেও ব্যর্থ হন। ফলে মেজ সন্তানেরা সাধারণত বিশেষ ধরনের মনস্তাত্ত্বিক অভিজ্ঞতার ভেতর দিয়ে যান। মেজরা বড় হন খানিকটা অলক্ষ্যে। বড় হওয়ার ভার অনেকটা নিজেদের কাঁধে নিয়েই বড় হন তাঁরা। ফলে তাঁদের ভেতর দেখা যায় আত্মবিশ্বাসের অভাব, মনোযোগ পাওয়ার চেষ্টা করেন তাঁরা, কারও কারও মনোভাব হয়ে ওঠে বিদ্রোহী। এ রকম বেশ কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে মেজ সন্তানদের। পাশাপাশি তাঁরা হন স্বাধীনচেতা, স্বাবলম্বী, মিশুক ও আন্তরিক। আর একে বলে ‘মিডল চাইল্ড সিনড্রোম’। জেনে নেওয়া যাক পরিবারের মেজ সন্তানের কিছু অনন্য বৈশিষ্ট্য সম্পর্কে।


১. পরিবারের মেজ সন্তানেরা বড় বা ছোট সন্তানের মতো মা–বাবার সময় বা মনোযোগ না পেলেও বেশির ভাগ ক্ষেত্রে তাঁরা বঞ্চিত বা অবমূল্যায়িত বোধ করেন না। তাঁরা বরং ছোটবেলা থেকেই অবচেতনে নিজের দায়িত্ব বুঝে নেওয়ার শিক্ষা পান। স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করেন।


২. মেজ সন্তানদের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার দক্ষতা বেশি। যেকোনো বিপর্যয় সহজে সামাল দিতে পারেন।


৩. মেজ সন্তানদের ব্যক্তিত্ব অন্য কারও দ্বারা প্রভাবিত হয় না। তাই তাঁরা নিজেরাই নিজেদের ব্যক্তিসত্তা খুঁজে পান, শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী হন। মানসিকভাবে অধিক শক্তিশালী ও সফল হওয়ার প্রবণতাও তাঁদের ভেতর বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও