
ফাইনাল মানেই যেন নিষ্প্রভ সালাহ
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৫, ১২:১৬
আরও একটা ফাইনাল। আরও একবার হতাশাজনক পারফরম্যান্সের মোহাম্মদ সালাহর। গতকাল ইংলিশ লিগ কাপের ফাইনালে নিউক্যাসেলের বিপক্ষে রীতিমত ভুলে যাওয়ার মতো পারফরম্যান্স উপহার দিয়েছেন এই মিশরীয় তারকা। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৪৩ ম্যাচে করেছেন ৩২ গোল। সঙ্গে আছে ২২ অ্যাসিস্ট।
প্রিমিয়ার লিগেও দুর্দান্ত ছন্দে আছেন। ২৯ ম্যাচে করেছেন ২৭ গোল আর সঙ্গে আছে ১৭ অ্যাসিস্ট। নামের পাশে আছে রেকর্ড গড়ার হাতছানি। বিবেচনা করা হচ্ছিল মৌসুমসেরার ব্যালন ডি' অরের জন্য। কিন্তু মৌসুমের প্রথম ফাইনালে, নিউক্যাসেলের বিপক্ষে বিগ ম্যাচে সালাহ যেন ছিলেন পুরোপুরি খোলসে বন্দী। পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও খুব বেশি কিছু করা হয়নি। এবার লিগ কাপের ফাইনালেও সমর্থকদের পুরোপুরি হতাশ করেছেন মোহাম্মদ সালাহ।