
‘কাড়ি কাড়ি টাকা ছেড়ে’ ছোট সাজ্জাদকে বের করে আনার ঘোষণা স্ত্রীর
ঢাকায় পুলিশের হাতে গ্রেপ্তার চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদের গ্রেপ্তার নিয়ে তার স্ত্রী শারিমন আক্তার তামান্নার প্রতিক্রিয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সেই ভিডিওতে তিনি ‘কাড়ি কাড়ি’ টাকা খরচ করে সাজ্জাদকে জামিনে বের করে আনার কথা বলেছেন। পাশাপাশি তার বিরোধী পক্ষকে হুমকি দিয়ে বলেছেন “এখন তোমাদের পলাতক থাকার পালা।”
তামান্না তার ফেইসবুক আইডি থেকে ভিডিওটি শেয়ার করলেও পরে তা সরিয়ে নেন। তবে ততক্ষণে সেটি কপি করে ফেইসবুকে ছেড়ে দিয়েছেন অনেকে।
তামান্না ভিডিওতে বলেন, “আমার জামাই গতকালকে অ্যারেস্ট হইছে। এটা নিয়ে এত হায় হুতাশ করার কিছু নাই। ঠিক আছে, মামলা যখন আছে অ্যারেস্ট হবেই। এগুলো নিয়ে এত দুঃখ করে কান্নাকাটি করার কিছুই নাই। আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হইছে, আর কোনদিন বের হবে না, তাদের জন্য এক বালতি সমবেদনা।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমরা কাড়ি কাড়ি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে। যারা এ ঘটনা ঘটাইছে তাদের ছাড় দেওয়া হবে না মাথায় রাইখো। এতদিন আমরা পলাতক ছিলাম। এখন তোমাদের পলাতক থাকার পালা। আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে। তখন খেলা শুরু হবে। খেলা মাত্র শুরু করেছ তোমরা, শেষ করব আমরা। ঠিক আছে?