ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, সারা দেশে ক্রমবর্ধমান ধর্ষণ এবং নারীদের অধিকার হরণের ঘটনায় টিআইবি অত্যন্ত সংক্ষুব্ধ। মাগুরার শিশুটির মৃত্যুদিবস জাতীয় একটা কলঙ্কের দিবস। ধর্ষণ প্রতিরোধ দিবস হিসেবে এই দিনটাকে সব সময় মনে রাখা উচিত। টিআইবি দিনটাকে ধর্ষণ প্রতিরোধ এবং নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন করতে চায়। তিনি ধর্ষণ নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছেন।
সারা দেশে নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ রোববার মানববন্ধনে এসব কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক।
ইফতেখারুজ্জামান বলেন, ‘৫৪ বছরেও বাংলাদেশের নারীরা স্বাধীনতা পায়নি। স্বাধীনতা যদি থাকত তাহলে এভাবে ধর্ষণ, নির্যাতন বা অধিকার হরণ হতো না। বৈষম্যবিরোধী আন্দোলনের পর আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। যেখানে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছি, সেখানে পদে পদে নারীর প্রতি বৈষম্য কীভাবে সহ্য করা যায়?’