
রমজানের প্রথম ১০ দিনে ৩৩ ভিক্ষুককে গ্রেফতার করেছে দুবাই পুলিশ
রমজানের প্রথম ১০ দিনে বিভিন্ন দেশের ৩৩ ভিক্ষুককে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। মূলত ভিক্ষার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবেই তাদের গ্রেফতার করা হয়। এই অভিযানের স্লোগান হলো ভিক্ষা মুক্ত একটি সচেতন সমাজ।
অভিযানটি কৌশলগত অংশীদারদের সহযোগিতায় পরিচালিত হচ্ছে। যার মধ্যে রয়েছে দুবাইয়ের রেসিডেন্সি ও বিদেশবিষয়ক জেনারেল ডিরেক্টরেট, সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ, দুবাই পৌরসভা, ইসলামিক ও দাতব্য কার্যক্রম বিভাগ এবং আল-আমিন সার্ভিস।
জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশনের সন্দেহভাজন ও অপরাধমূলক ঘটনা বিভাগের উপ-পরিচালক কর্নেল আহমেদ আল ওদাইদি বলেন, অব্যাহত অভিযান ও গ্রেফতারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কারণে ভিক্ষুকের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে।
এদিকে রমজানে ভিক্ষা করা প্রবাসীদের ফেরত পাঠানোর পরিকল্পনা করছে কুয়েত কর্তৃপক্ষ। ভিক্ষার বিরুদ্ধে দেশটিতেও অভিযান পরিচালনা করা হচ্ছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কয়েক দিন আগে ভিক্ষার সঙ্গে জড়িত এমন ১১ জন পুরুষ ও নারীকে গ্রেফতারের কথা জানিয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ভিক্ষুক আটক