নিজের দলের ভরাডুবি হলেও তামিমের খেলা চমৎকার লেগেছে শাকিবের

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ২০:৩৮

দুর্দান্ত ঢাকা থেকে নাম বদলে ২০২৫ বিপিএলে ফ্র্যাঞ্চাইটি খেলেছে ঢাকা ক্যাপিটালস নামে। এবার ঢাকা ক্যাপিটালসের সত্ত্বাধিকারী ছিলেন শাকিব খান। দলের সমর্থনে প্রায়ই মাঠে দেখা গেলেও হতাশ হতে হয়েছে ঢাকাই চলচ্চিত্রের ‘কিং খান’ নামে পরিচিত এই নায়ককে।


২০২৫ বিপিএলে সাত দলের মধ্যে ঢাকা ক্যাপিটালস ছয় নম্বরে থেকে শেষ করে। ফ্র্যাঞ্চাইজিটির ভরাডুবি হলেও তানজিদ হাসান তামিম নজরকাড়া ব্যাটিং করেছেন। মিরপুর, সিলেট, চট্টগ্রাম—যে ভেন্যুতেই খেলা হোক না কেন, তানজিদ বাউন্ডারির ফুলঝুরি ছুটিয়েছেন। টুর্নামেন্টে তাঁর ৩৬ ছক্কা গ্যালারিতে আঁছড়ে পড়েছে। টুর্নামেন্টের দেড় মাস পেরিয়ে গেলেও শাকিব মনে রেখেছেন তানজিদ তামিমের বিস্ফোরক ব্যাটিং। ঢাকার পাঁচ তারকা হোটেলে আজ ‘রিমার্ক হারলান অনুষ্ঠানে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়ক বলেন, ‘তানজিদও নায়ক। আমার খুব পছন্দের। আমি যখন দেখতাম আমার দলের খেলায়... যদিও হেরেছি। অসুবিধা নেই। তার ব্যাটিং দেখে চমৎকার লাগত।’


রিমার্ক হারলানের অনুষ্ঠানে শাকিব, তানজিদ তামিমের পাশাপাশি তাসকিন আহমেদও গেছেন এই অনুষ্ঠানে। ক্যামেরার লেন্স ঘিরে ধরেছিল শাকিব, তাসকিন, তানজিদ তামিমদের। শাকিব খানের সামনেই তাঁকে (শাকিব) দেশের এক নম্বর তারকা বলেছেন তানজিদ তামিম। একই সঙ্গে রিমার্ক হারলান যেন বিশ্বের এক নম্বর ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, সেই শুভকামনা জানিয়েছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও