
ছয় সহস্রাধিক 'রাজনৈতিক হয়রানিমূলক' মামলা প্রত্যাহারের সুপারিশ
‘রাজনৈতিক হয়রানিমূলক’ বিবেচনায় এবার ছয় সহস্রাধিক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠ পর্যায়ের কমিটি থেকে উপস্থাপিত ৬২৯৫টি মামলা পরীক্ষা-নিরীক্ষা করে এ সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি ৬২০২টি মামলা ‘রাজনৈতিক হয়রানিমূলক বিবেচিত হওয়ায়’ প্রত্যাহারের সুপারিশ করেছে।
মাঠ পর্যায়ের কমিটিগুলো থেকে পাওয়া প্রস্তাব বিবেচনার জন্য কেন্দ্রীয় কমিটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে আটটি সভা করেছে। এসব সভায় ৬২৯৫টি মামলা প্রত্যাহারের প্রস্তাব কেন্দ্রীয় কমিটির কাছে উপস্থাপন করা হয়।
রাজনৈতিক প্রতিহিংসা ও অন্যান্য কারণে রাজনৈতিক নেতা-কর্মী, নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা ‘হয়রানিমূলক সব মামলা প্রত্যাহারের’ সুপারিশ করার জন্য দুটি কমিটি গঠন করেছে সরকার।
এর মধ্যে একটি জেলা পর্যায়ের কমিটি, আরেকটি মন্ত্রণালয়ের। জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চার সদস্যের জেলা কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।