এক সময়ে যা ছিল অচিন্তনীয় তা আজ বাস্তব। শিরোপা লড়াই থেকে অনেক দূরে ছিটকে যাওয়া ম্যানচেস্টার সিটি এখন লড়াই করছে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করার জন্য। পরিস্থিতি কতটা নাজুক সেটা নিজের মতো করেই বলেছেন পেপ গুয়ার্দিওলা। প্রিমিয়ার লিগে পরের নয়টি ম্যাচকেই তিনি বর্ণনা করেছেন ফাইনাল হিসেবে।
ব্রাইটন ও হোভ অ্যালবিয়নের বিপক্ষে শনিবার ২-২ ড্র করেছে সিটি। ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে তারা। এক ম্যাচ কম খেলে ৪৯ পয়েন্ট নিয়ে চারে আছে চেলসি। আর্সেনালের বিপক্ষে রোববারের লড়াইয়ে তারা পয়েন্ট পেলে ব্যবধান বাড়বে আরও।
ইউরোপ সেরার মঞ্চে জায়গা করে নিতে সিটির মূল লড়াই এখন চেলসির সঙ্গেই। এখন আর পয়েন্ট হারানোর কোনো সুযোগ দেখেন না সিটি কোচ গুয়ার্দিওলা।