
পলাতক এমপি-মন্ত্রীদের বিলাসী গাড়িতে চোখ বন্দর কর্মকর্তাদের!
আওয়ামী লীগ সরকারের পলাতক এমপি-মন্ত্রীদের আমদানি করা বিলাসী গাড়িতে এবার চোখ পড়েছে চট্টগ্রাম বন্দর কর্মকর্তাদের। নিলামে কাঙ্ক্ষিত দর মিলছে না গাড়িগুলোর। প্রতিটি প্রায় ১০ কোটি টাকার এসব গাড়ির মধ্যে পাঁচটি কেনার অনুমতি চেয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তারা গাড়িগুলো কিনতে চান মাত্র পৌনে তিন কোটি টাকায়।
চিঠিতে কাস্টমস কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিটি জিপ গাড়ি কিনতে আনুমানিক দুই কোটি ৮০ লাখ টাকার প্রয়োজন হবে বলে উল্লেখ করা হলেও এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমসের সংশ্লিষ্ট শাখা কিছুই জানে না বলে দাবি। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, চট্টগ্রাম কাস্টমস না জানলেও ঊর্ধ্বতন লেভেল থেকে প্রশাসনিক অনুমোদন পেলেই তারা এসব গাড়ি কিনবেন।
বিগত সরকারের এমপি-মন্ত্রীদের নামে শুল্ক সুবিধায় আমদানি করা ২৪টি ল্যান্ড ক্রুজার জিপ গাড়ি শেষমেশ খালাস না নেওয়ায় প্রথমবার নিলামে তুলে কাঙ্ক্ষিত দর না পেয়ে বিক্রি করতে ব্যর্থ হয় চট্টগ্রাম কাস্টম। তবে প্রায় ১০ কোটি টাকা দামের এসব গাড়ি বন্দর কর্মকর্তাদের সরকারি কাজে ব্যবহারের আগ্রহ দেখানোকে ভালোভাবে দেখছেন না অনেকে।