আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করার অধিকার রাখে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, দলটি (আওয়ামী লীগ) দেশে ফিরে রাজনীতি করুক দেশবাসীর মতো জামায়াতে ইসলামীও তা চায় না। যারা দেশ থেকে পালিয়ে যায়, তাদের দেশের প্রতি কোনো দায়বদ্ধতা বা ভালোবাসা নেই।
শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, যারা আমাদেরকে দেশের নাগরিক মনে করতো না, তারাই দেশত্যাগ করেছে। যাদের দেশের প্রতি ভালোবাসা আছে, তারা কখনো দেশ ছেড়ে পালায় না।