গাজীপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫, ১০:৩৮

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন জনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও দুইজন।


শনিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার মাওনা-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকা এ ঘটনা ঘটে বলে জানান কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ।


নিহতদের একজন অটোরিকশা চালক ওবায়দুল। বাকি দুইজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের মধ্যে একজন নারী।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে কালিয়াকৈরে উদ্দেশে রওনা দেয়। পথে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও