
যন্ত্র কেনায় ‘অযান্ত্রিক’ দুর্নীতি
দেশ রূপান্তর
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫, ০৭:৩৪
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক হাজিরা মেশিন চালুর উদ্যোগ নিয়েছিল সরকার। করোনার সময় যন্ত্রটি চালু না হলেও কিনতে ব্যয় হয়েছে কোটি কোটি টাকা। যেসব বিদ্যালয়ে যন্ত্রটি বসানো হয়েছিল তার সবই নষ্ট হয়ে গেছে। এতে সরকারের গচ্চা গেছে প্রায় ৬৪ কোটি টাকা। কেনাকাটায় সীমাহীন দুর্নীতি হলেও জবাবদিহি কাউকে করতে হয়নি।
প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় বলছে, এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলতে পারবে আর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে— বিষয়টি অনেক আগের, কোনো তথ্য তাদের কাছে নেই।
সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় নেওয়ার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অনিয়ম
- বায়োমেট্রিক
- অনিয়ম-দুর্নীতি