মাস দুয়েকের ব্যবধানে রাজধানীতে আরেক দফা বেড়েছে চালের দাম; আর শীতকালীন অল্প কিছু বাদে অন্যান্য সবজির বাজারও চড়া।
স্থিতিশীল বলতে কেবল মশলার বাজার; পেঁয়াজ-কাঁচামরিচ কিংবা আদা-রসুনের মত পণ্য মিলছে আগের দরেই।
শুক্রবার রাজধানীর মহাখালী কাঁচাবাজার ও ‘সাততলা’ এলাকার বটতলা বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে বাজারে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে দুই থেকে আট টাকা।
চালের বাড়তি দাম নিয়ে অসন্তোষ জানিয়েছেন ক্রেতারা। বিক্রেতাদের বক্তব্য, চালের দাম মিল পর্যায়েই বেড়ে গেছে।
মহাখালী কাঁচাবাজারের ‘চাঁদপুর ট্রেডার্সের’ বিক্রেতা আলিফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আঠাশ আর পাইজাম ছাড়া সব চালের দাম ২ থেকে ৮ টাকা বেড়েছে।
“মিল পর্যায়েই দাম বেড়ে গেছে, তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।”