
এখনো ক্রিকেটারদের পুরো পারিশ্রমিক দেয়নি চিটাগং
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ সংস্করণের রানার্স আপ চিটাগং কিংসের পারিশ্রমিক ইস্যুতে তালবাহানা নিয়ে মুখ খুলছেন ভুক্তভোগীরা। দলটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং মেন্টর হিসেবে কাজ করা পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি দাবি করেছেন, তিনি এখনো তার পারিশ্রমিকের সিংহভাগ পাননি।
এবার দলটির ওপেনার পারভেজ হোসেন ইমন অভিযোগের সুরে বলেছেন, তিনিসহ দলটির অন্য ক্রিকেটাররা এখনো পুরো পারিশ্রমিক বুঝে পাননি। শুক্রবার (১৪ মার্চ) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই ক্রিকেটার বলেন, ‘৫০ শতাংশ পেয়েছি, বাকিটা এখনও পাইনি। দেবে দেবে বলতেছে, কিন্তু আমরা এখনও পাচ্ছি না। আমি, শরিফুল, আসলে সব খেলোয়াড়ই... যা পেয়েছি বিপিএল চলাকালীনই পেয়েছি।’
পারিশ্রমিক বকেয়া থাকায় মানসিক পীড়নের স্বীকার হচ্ছেন জানিয়ে এই ব্যাটার যোগ করেন, ‘আসলে সবসময় আমাদের মনোযোগ থাকে পারফরম্যান্সের দিকে। আমাদের পরিকল্পনা থাকে আরও কীভাবে ভালো পারফর্ম করব। আমাদের তখন যদি চিন্তা করতে হয় পারিশ্রমিক নিয়ে যে কেন পাচ্ছি না। এটা আসলে মনোযোগে ব্যঘাত ঘটায়।’
এর আগে বিপিএল চলাকালেও একবার ইমন পারিশ্রমিক না পাওয়ায় দলের ক্যাম্পে যোগ দেননি বলে গুঞ্জন ছড়িয়েছিল। তখন চিটাগাং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী সরাসরিই জানিয়েছিলেন ‘তিনি সন্তুষ্ট না হলে টাকা কেন পাবে!’ পরে অবশ্য এই মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছিলেন।