You have reached your daily news limit

Please log in to continue


রূপপুর বিদ্যুৎকেন্দ্র চালু করা এ বছরের অগ্রাধিকার: রসাটম প্রধান

চলতি বছর তুরস্ক ও বাংলাদেশের নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন শুরু করা অগ্রাধিকার তালিকায় রেখেছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটম। এ ছাড়া রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লেনিনগ্রাদ টু–এর চতুর্থ ইউনিটের জন্য প্রথম কংক্রিট ঢালা এবং কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম নতুন ইউনিটকে বাণিজ্যিক কার্যক্রমে আনার কাজগুলোকে অগ্রাধিকার দিচ্ছে সংস্থাটি।

সারোভে ‘রসাটম ইনফরমেশন ডে’ উপলক্ষে দেওয়া এক বক্তৃতায় রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটমের মহাপরিচালক অ্যালেক্সেই লিখাচেভ এসব কথা বলেন। সংস্থাটির নিজস্ব ম্যাগাজিন স্ত্রানা রসাটম–এ তাঁর এই বক্তৃতা প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, পরমাণু জ্বালানি খাতে ২০৪২ সাল পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণের জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন করাই প্রধান লক্ষ্য। আমাদের ৩৮টি ইউনিট তৈরি করতে হবে, যার মধ্যে কিছু হবে আমাদের জন্য নতুন অঞ্চলে–সাইবেরিয়া ও দূরপ্রাচ্য। সেই সঙ্গে সেভেরস্কে চতুর্থ প্রজন্মের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা চালু করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন