বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
তিনি বলেছেন, “ড. মুহাম্মদ ইউনূস সাহেব জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আপনি কক্সবাজার গিয়েছেন। জাতিসংঘের মহাসচিবকে আপনি বলে দেবেন, শেখ হাসিনা এই রোহিঙ্গা নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে, টাকা। মন খুলে জাতিসংঘের মহাসচিবকে সব কিছু বলে দেন।”
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফরে বৃহস্পতিবার বিকালে ঢাকায় আসেন। শুক্রবার সকালে তিনি কক্সবাজার পৌঁছেছেন, সেখানে রোহিঙ্গাদের সঙ্গে তার ইফতার করার কথা রয়েছে। গুতেরেসের সফরসঙ্গী হয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় তৎপরতা ও অপপ্রচার বন্ধের দাবিতে এই প্রতিবাদ সমাবেশ হয়।