You have reached your daily news limit

Please log in to continue


বেচাকেনা জমার অপেক্ষায় বেনারসি পল্লী

রোজার এক তৃতীয়াংশ পেরিয়ে গেলেও বেচাকেনা জমে ওঠেনি রাজধানীর মিরপুরের বেনারসি পল্লীতে।

হাতে-গোনা দোকানে গুটিকয়েক ক্রেতার আনাগোনা থাকলেও বাকিগুলোয় অলস সময় পার করছেন ক্রেতারা।

তারা বলছেন, বেনারসি পল্লীতে ঈদের চেয়ে ‘বিয়ের মৌসুমেই’ কেনাকাটা বেশি হয়। তবে অন্যবার ৯-১০ রোজায় যতটা বেচাবিক্রি হত, এবার সেটাও হচ্ছে না।

বিক্রি কমে যাওয়ার পেছনে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক পট পরিবর্তন ও ছিনতাইকারীর দৌরাত্ম বেড়ে যাওয়ার মত কারণকে সামনে আনছেন বিক্রেতারা।

মিরপুরে ১০ নম্বর গোল চত্বর এলাকার পাশেই বেনারশি পল্লী। এ শাড়ির বাজারে প্রায় ২০০ দোকান রয়েছে।

মূলত বিয়ে-বৌভাতসহ এ ধরনের অনুষ্ঠানে মেয়েদের শাড়ির জন্য বেনারসি পল্লীর শাড়ির চাহিদা বেশি; ভিড় জমে ঈদেও। তবে এবারের চিত্র ভিন্ন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন