
পাকিস্তানের কাছে হেরে সেমির স্বপ্ন শেষ বাংলাদেশের
যুগান্তর
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৫, ০৮:৪৭
মালয়েশিয়ায় জুনিয়র ডেভিস কাপে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার কুচিংয়ে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছে লাল-সবুজের দল।
বাংলাদেশ পঞ্চম বা অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলবে। এই ম্যাচে জিতলে বাংলাদেশ মঙ্গোলিয়ার মুখোমুখি হবে।
বাংলাদেশের কাব্য গায়েন ৩-৬ ও ১-৬ গেম পয়েন্টে পাকিস্তানের রোমান হামজার কাছে হারেন। আরেক একক ইভেন্টে তুষার মো. তানভীর ২-৬ ও ০-৬ গেমে শাহবাজ আলীর কাছে হেরে যান।
এককের দুই প্রতিযোগিতায় সাধারণত হারলে দ্বৈত ইভেন্টের প্রয়োজন পড়ে না। এর আগে দুই ম্যাচ জিতে গ্রুপসেরা হয়ে কোয়ার্টারে উঠেছিল।
- ট্যাগ:
- খেলা
- কোয়ার্টার ফাইনাল