You have reached your daily news limit

Please log in to continue


জাতীয় দল থেকে বাদ পড়েই সুলতানার ৫ উইকেট

বিশ্বকাপ বাছাইয়ের বাংলাদেশ দল থেকে বাদ পড়ার পরদিনই সুলতানা খাতুনের বুঝি মনে হলো, একটু নিজের সামর্থ্য দেখানো যাক! অফ স্পিন বোলিংয়ের দুর্দান্ত প্রদর্শনীতে ৫ উইকেট শিকার করলেন তিনি। মাত্র ১০৪ রানের পুঁজি নিয়েও রোমাঞ্চকর এক জয় পেল তার দল খেলাঘর সমাজকল্যাণ সমিতি।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেন'স ক্রিকেট লিগের শেষ দিনে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবকে ৩ রানে হারায় খেলাঘর। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্ষ মাঠে ১০৫ রানের লক্ষ্যে ৪৭.২ ওভার খেলেও ১০১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ পুলিশ।

একমাত্র দল হিসেবে আট ম্যাচের সবকটি হেরে প্রথম বিভাগে নেমে গেল বাংলাদেশ পুলিশ। এবার অংশ না নেওয়ায় লিগ শুরুর আগেই অবনমিত হয়ে যায় রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদ।

টস জিতে ব্যাট করতে নেমে একদমই সুবিধা করতে পারেনি খেলাঘর। অতিরিক্ত থেকে আসা ১৮ রানের সৌজন্যে একশ পার করে তারা। দলের সর্বোচ্চ ২০ রান করেন ওপেনার হুমায়রা আফিয়া আনাম প্রত্যাশা।

পুলিশের পক্ষে ১৫ রানে ৪ উইকেট নেন নিদা রশিদ। প্রীতি দাস, লামিয়া মৃধা ও অপর্ণা দের শিকার ২টি করে উইকেট।

রান তাড়ায় শুরুতেই ছোবল দেন সুলতানা। মাত্র ২১ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন