২ দফা জানাজা শেষে চিরনিদ্রায় মাগুরার শিশুটি

বিডি নিউজ ২৪ শ্রীপুর (মাগুরা) প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ২২:৫৪

ধর্ষণের শিকার আট বছরের শিশুটির দুই দফা জানাজা শেষে মাগুরার শ্রীপুরের গ্রামে দাফন করা হয়েছে।


বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মাগুরা শহরের নোমানী ময়দানে এবং পরে তার গ্রামের বাড়ি শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়।


পরে রাত ৮টার দিকে তাকে উপজেলার সোনাইকুণ্ডি গ্রামের দাফন করা হয় বলে সব্দালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পান্না খাতুন জানান।


মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৬ মার্চ শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করে তার পরিবার। সেই খবরে সারা দেশে তৈরি হয় ক্ষোভ।


বৃহস্পতিবার দুপুর ১টায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর জানিয়েছে।


পরে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে শিশুর মরদেহ মাগুরা নিয়ে যাওয়া হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও