মাগুরার শিশু আছিয়ার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। একই সঙ্গে প্রচলিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন সংশোধন করে বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় দলটি। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে বিবৃতি দেন দলের আমির আল্লামা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
বিবৃতিতে তারা বলেন, পাশবিক নির্যাতনের শিকার শিশু আছিয়া অবর্ণনীয় যাতনা নিয়ে মহাকালের পথে চলে গেছেন। তার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। আমরা মহান আল্লাহর কাছে শিশু আছিয়ার শাহাদাতের মর্যাদা কামনা করছি। তার শোকসন্তপ্ত পরিবারের জন্য উত্তম ধৈর্যের তাওফিক কামনা করছি।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের কাছে আছিয়ার খুনি ধর্ষকদের সর্বোচ্চ প্রকাশ্য শাস্তি দাবি জানাই। যাতে এমন পাশবিক অপরাধ করার দুঃসাহস আর কেউ না দেখায়। সেজন্য ধর্ষণের শাস্তি জনসম্মুখে প্রকাশ্যে বাস্তবায়ন করুন। আছিয়ার নৃশংস ঘটনা জাহেলি যুগের বর্বরতাকেও হার মানিয়েছে।