তেল খরচ এবং পরিবেশ দূষণ কমাতে এখন অনেক মানুষ ইলেকট্রিক স্কুটার ব্যবহার করছেন। তাদের জন্য বাজারে আসছে নতুন ইলেকট্রিক স্কুটার Simple OneS।
এই স্কুটারটি দুর্দান্ত রেঞ্জ এবং আকর্ষণীয় ডিজাইনে বাজারে এসেছে। এর প্রধান প্রতিপক্ষ হবে Ola (ওলা ইলেকট্রিক স্কুটার)। রেঞ্জ, ডিজাইন এবং স্মার্ট ফিচারের দিক থেকেও এটি বেশ আকর্ষণীয়।
Simple OneS ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি এবং রেঞ্জ
Simple OneS-এ ৩.৭ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক এবং ৮.৫ কিলোওয়াট ক্ষমতার মোটর রয়েছে। এটি ফুল চার্জে ১৮১ কিলোমিটার পর্যন্ত পড়ি দিতে সক্ষম।
এতে চারটি রাইডিং মোড রয়েছে– ইকো, রাইড, ড্যাশ এবং সনিক। সনিক মোডে স্কুটারটি ২.৫৫ সেকেন্ডে ০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে পারে। স্কুটারটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০৫ কিলোমিটার।