
তাঁরা হাত উঁচিয়ে সরকারবিরোধী বক্তব্য দিতে চান, এ জন্য দুই হাত পেছনে নিয়ে হাতকড়া
আজ বুধবার সকাল ৯টা ৩৯ মিনিটের দিকে হঠাৎ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) হাজতখানার প্রধান ফটক খুলে দেন দুজন পুলিশ সদস্য।
হাজতখানার সামনে পাঁচজন পুলিশ সদস্য দাঁড়িয়ে। তাঁদের প্রত্যেকের ডান হাতে লাঠি। তাঁদের পেছনে মাথা নিচু করে দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।
সালমানের দুই হাত পেছনে। দুই হাতেই পরানো হাতকড়া। পলকেরও দুই হাত পেছনে, দুই হাতেই পরানো হাতকড়া।
পলকের পেছনে মাথা নিচু করে দাঁড়িয়ে সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম ও ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম। সোলায়মান ও আতিকের দুই হাত পেছনে, পরানো হাতকড়া।
সোলায়মানের পেছনে সাবেক সিনিয়র সচিব মহিবুল হক মাথা নিচু করে দাঁড়িয়ে ছিলেন। তাঁর পেছনে দুই হাত। দুই হাতেই পরানো হাতকড়া।