You have reached your daily news limit

Please log in to continue


এক রাতেই পুলিশের হটলাইনে ১০৩ নারীর অভিযোগ

নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সোমবার বিকাল ৪টা থেকে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন নম্বর চালু করেছে। এ উদ্যোগের পরই এক রাতেই ওই হটলাইনে শতাধিক নারী নির্যাতনের অভিযোগ করেছেন। এটি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা তৎক্ষণাৎ সহায়তা প্রদান ও আইনগত ব্যবস্থা গ্রহণে সাহায্য করবে।

মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পুলিশের হট নম্বরে ১০৩টি অভিযোগ করা হয়। গৃহীত ১০৩টি অভিযোগের মধ্যে ৬২টি অভিযোগ ছিল অপ্রাসঙ্গিক।

সেগুলো ছিল কারো টেলিফোন নম্বর চাওয়া, বেসরকারি হাসপাতালের ডাক্তারের নাম ও মোবাইল নম্বর চাওয়া ইত্যাদি।  

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযোগের বিপরীতে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়, প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে থানার অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন