You have reached your daily news limit

Please log in to continue


৬০ হচ্ছে আমিরের, সিনেমার 'জাদুকরের' জন্য চলচ্চিত্র উৎসব

ভারতজুতে একটি বিশেষ চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে তিন দিন পর । সেই আয়োজনটি হবে দেশটির মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খানকে ঘিরে।

হিন্দুস্তান টাইমস লিখেছে, শুক্রবার অভিনেতার ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই চলচ্চিত্র উৎসবের আয়েজন করা হয়েছে।

মুম্বাইয়ের এক মাল্টিপ্লেক্সে একটি অনুষ্ঠান করে চলচ্চিত্র উৎসবের ঘোষণা দেওয়া হয়। তাতে বলা হয়েছে ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত চলা উৎসবে আমির অভিনীত নানা স্বাদের সিনেমা দেখান হবে। এই বিশেষ উদযাপনের নাম ‘আমির খান: সিনেমা কা জাদুকর’।

এই উৎসবের কথা ঘোষণা করেছেন বলিউডের চিত্রনাট্যকার জাভেদ আখতার। তিনি জানিয়েছেন, দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে আমিরের বাছাই করা সিনেমা দেখতে পাবেন তার অনুরাগীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন